Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভোল জেলা পুলিশ

ভোলা জেলা পুলিশ এর প্রধান কার্যালয়টি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। একটি তিন তলা পাকা বিল্ডিং-যা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বিল্ডিং এর নিচতলায় জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও ডিবি অফিস, ২য় তলায় পুলিশ সুপারের অফিস এবং ৩য় তলায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর অফিস এবং সিআইডি অফিস অবস্থিত।

অধীনস্ত অফিসসমূহঃ

ভোলা জেলা পুলিশের অধীনস্থ ১০টি থানা, গোয়েন্দা সংস্থা, বিশেষ শাখা ছাড়াও ৪ টি সার্কেল অফিস রয়েছে।

কার্যক্রমঃ

পুলিশের কাজ প্রচলিত আইন কানুন ও বিধি বিধান দ্বারা নিয়ন্ত্রিত। সব অঞ্চলেই পুলিশের কাজের ধরণ ও প্রকৃতি একই রকম।

যদিও অঞ্চল ভেদে স্থানীয় পুলিশ প্রধানের অপরাধ নিয়ন্ত্রণের কৌশলে কিছুটা পরিবর্তন হতে পারে। সুতরাং অন্যান্য জেলা তথা সমগ্র বাংলাদেশের পুলিশের মতোই নারায়নগঞ্জ জেলা পুলিশ কাজ করে। যেমন-

o অপরাধের কারণ অনুসন্ধান ও অপরাধ/অপরাধী সনাক্তকরণ।

o অপরাধ নিবারণ ও অপরাধী গ্রেফতার।

o অপরাধীদের বিজ্ঞ আদালতে সোপর্দকরণ।

o আইনের শাসন প্রতিষ্ঠা।

o অংশীদারিত্বমূলক পুলিশিং ব্যবস্থা চালু।

o অপরাধের উৎস নির্ধারণ ও যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ।

o জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতঃ দেশের অগ্রযাত্রায় ভূমিকা পালন।

o আইন, বিধি ও বিভিন্ন সময়ে সরকার কর্তৃক জারীকৃত আদেশ, নির্দেশ পালন।

যোগাযোগঃ

পুলিশ সুপারের কার্যালয়, ভোলা

পোস্টাল ঠিকানাঃ পুলিশ সুপার, ভোলা, পোস্ট কোডঃ ৮৩০০।

ফোনঃ ০২-৪৭৮৮৯৩৬০৮

মোবাইলঃ ০১৩২০০১৫২১০০

ই-মেইলঃ spbhola@police.gov.bd

পুলিশ কন্ট্রোল রুম, ভোলা

মোবাইল নম্বরঃ ০১৩২০১৫৩০৯৮

টেলিফোন নম্বরঃ ৮৮০২৪৭৮৮৯৩৪৩৫